• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২০, ২১:১০
ঘোড়দৌড়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় (ছবি : দৈনিক অধিকার)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮০টি ঘোড়ার অংশগ্রহণে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ঘোড়া অংশ নেয়।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে স্থানীয় বহিপাড়া যুবলীগের আয়োজনে রহনপুর মাঠে এই ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

ঘোড়দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা না থাকলে দেশ স্বাধীন হতো না, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে দেশের উন্নয়ন হতো না- একথা সকলকেই স্বীকার করতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যে দেশে আগে খেতে পেতাম না, সে দেশ এখন চাল রপ্তানি করছে, এটা আমাদের জন্য বিরাট অর্জন।’

একই সময় খাদ্যমন্ত্রী মাদক, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি আসলাম জেসি, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি এরফান আলী, প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন : সংসদ সদস্য সেজে ফেনসিডিল-ইয়াবা সাপ্লাই

উল্লেখ্য, ঘোড়দৌড় দেখতে এ দিন রহনপুর মাঠে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধলাখ দর্শক সমবেত হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড