• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘শৌচাগার পরিষ্কার করলে পরীক্ষায় পাস করিয়ে দেবেন ম্যাম’

  সারাদেশ ডেস্ক

১১ জানুয়ারি ২০২০, ১৯:১৯
বিদ্যালয়ের শিক্ষার্থী
বিদ্যালয়ের তিন শিক্ষার্থী ( ছবি : দৈনিক অধিকার )

ঠাকুরগাঁও সদর উপজেলায় পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে শৌচাগার পরিষ্কার করার অভিযোগ উঠেছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর দক্ষিণ আরাজী শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খুশি জানায়, ‘ম্যাম আমাদের বলেছেন, শৌচাগার পরিষ্কার করে দিলে পরীক্ষায় পাস করিয়ে দেবেন কিন্তু তিনি আমাকে ফেল করিয়ে দিয়েছেন।’

খুশি কেঁদে কেঁদে আরও বলে, ‘আমাকে পাস করিয়ে না দিলে আর স্কুলে আসব না।’

ছাত্রী খুশির বাবা খলিল প্রতিবাদ জানিয়ে বলেন, শিশুদের দিয়ে টয়লেট পরিষ্কার করানো অমানবিক ও দুঃখজনক।

আরও পড়ুন: ক্লাস বর্জন করে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের ধর্মঘট

রাব্বী ইসলাম ও স্বাধীন বেসরা নামে দুই শিক্ষার্থী একই অভিযোগ করে বলেন, ম্যামরা খাওয়ার থালা-বাসনও আমাদের দিয়ে পরিষ্কার করান।

জানা যায়, প্রাথমিক বিদ্যালয়টিতে ২০৯ জন শিক্ষার্থী রয়েছে। তৃতীয় শ্রেণির ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯ জন পরীক্ষায় পাস করেছে। আর চতুর্থ শ্রেণির ৪৯ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে শিশুদের টয়লেট পরিষ্কার করানো শেখানো হচ্ছে। তবে পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন্য তিনি অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেন।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড