• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাগড়াছড়িতে ৬০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

  খাগড়াছড়ি প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২০, ১৮:৫৬
সম্মাননা প্রদান
৬০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান (ছবি : দৈনিক অধিকার)

খাগড়াছড়িতে বড়ুয়া সম্প্রদায়ের ৬০ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করেছে বড়ুয়া ওয়েল ফেয়ার সমবায় সমিতি লিমিটেড।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা শহরের অফিসার্স ক্লাব হল রুমে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বড়ুয়া বুড্ডিষ্ট ওয়েল ফেয়ার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সাধন বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন কান্তি বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া, খাগড়াছড়ি কল্যাণপুর মৈত্রী বৌদ্ধ বিহারের উপদেষ্টা জীতেন বড়ুয়া ও সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়াসহ স্থানীয় আরও অনেকে।

আরও পড়ুন: ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

এতে প্রধান অতিথি কংজরী চৌধুরী বলেন, পাহাড়ে সকল জাতিগোষ্ঠীর সম্প্রীতির মেলবন্ধনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই এ মেলবন্ধনকে অটুট রেখে খাগড়াছড়িকে এগিয়ে নিতে হবে। খাগড়াছড়ি এগিয়ে গেলে বাংলাদেশও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান শেষে অতিথিরা বড়ুয়া সম্প্রদায়ের ৬০ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড