• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈশ্বরদীতে ৫ দফা দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

১১ জানুয়ারি ২০২০, ১৫:১৭
মক্তিযোদ্ধা
মক্তিযোদ্ধাদের মানববন্ধন ( ছবি : দৈনিক অধিকার )

পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ‘মুক্তিযোদ্ধা-জনতা’ নামে একটি সংগঠন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ঈশ্বরদী পৌরসভার স্টেশন রোড মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মুস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, হাবিবুল ইসলাম হবিবুল, সিরাজ উদ্দিন বিশ্বাস ও তহুরল আলম মোল্লাসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার মূল রহস্য উদঘাটন ও জাতীয় পতাকা অবমাননাকারীদের বিচার না হলে সারা দেশে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ঈশ্বরদী উপজেলাকে অচল করে দেওয়া হবে বলেও হুমকি দেন তারা।

আরও পড়ুন: ঝিনাইদহে সড়কে ঝরল যুবকের প্রাণ

এছাড়া মুক্তিযোদ্ধা লাঞ্ছিত ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা, মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিলের প্রতিবাদ, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও চিকিৎসার দাবি জানানো হয় মানববন্ধনে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড