• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বাকে জবাই করে হত্যা

  নেত্রকোণা প্রতিনিধি

০৯ জানুয়ারি ২০২০, ১৯:৩২
অন্তঃসত্ত্বাকে জবাই করে হত্যা
নিহত অন্তঃসত্ত্বা গৃহবধূ তমালিকা আক্তার (ছবি : দৈনিক অধিকার)

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় তমালিকা আক্তার (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

ঘটনার পর থেকে স্বামী রাসেল মিয়া পলাতক থাকলেও গৃহবধূর শ্বশুর আবুল হাসিম ও শাশুড়ি মাজেদা আক্তারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার সিংধা ইউনিয়নের চরসিংধা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে রাসেল মিয়ার সঙ্গে পাশের ভাটিপাড়ার রমিজ মিয়ার মেয়ে তমালিকা আক্তারকে বিয়ে করেন। এটি রাসেলের দ্বিতীয় বিয়ে। তমালিকা বর্তমানে সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকে রাসেল বিভিন্ন সময় তমালিকাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য চাপ দিত। এরই মধ্যে তমালিকা তার বাবার কাছ থেকে বেশ কয়েকবার টাকা এনে দেন। সম্প্রতি রাসেল আরও কিছু টাকা এনে দিতে বলেন। এতে তার স্ত্রী রাজি হননি। এ নিয়ে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায় রাসেল।

আরও পড়ুন: সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, আটক ২

এরই জের ধরে বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে রাসেল তার স্ত্রীকে মারধর করার এক পর্যায়ে ছুরিকাঘাত ও জবাই করে করে পালিয়ে যান।

পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বারহাট্টা থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং রাসেল মিয়াকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড