• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদক সেবনে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ আহত ৩

  নড়াইল প্রতিনিধি

০৮ জানুয়ারি ২০২০, ১৯:০০
হামলায় আহতরা (ছবি : দৈনিক অধিকার)

নড়াইলের খাশিয়াল ইউনিয়ন পরিষদের মেম্বার কাবির বিশ্বাসসহ (৩৭) তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

আহত অন্যরা হলেন- পুঠিমারী গ্রামের ইমামুল সিকদার (৩১) ও আতাউর শিকদার (৩৬)। আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নড়াগাতি থানার খাশিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, পুঠিমারী গ্রামের ছমির শেখ, হৃদয় শেখসহ বেশ কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে মাদকসেবনসহ ব্যবসা করে আসছে। পুঠিমারী গ্রামের আতাউর শিকদার মাদক সেবনে বাধা দেওয়ায় খবির, জনি, হৃদয়, ছমির, চয়নসহ একদল বখাটে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার আতাউর শিকদারকে মারপিট করে। মারপিটে বাধা দিলে বখাটেরা খাশিয়াল ইউপি সদস্য (মেম্বর) কাবির বিশ্বাস ও ইমামুল সিকদারের ওপরও হামলা চালায়। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

আরও পড়ুন: নারী মাদক কারবারির বিনাশ্রম কারাদণ্ড

নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর বুধবার (৮ জানুয়ারি) বিকালে বলেন, মাদক সেবনের প্রতিবাদ করায় এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পুঠিমারী গ্রামের দুলাল মিয়ার ছেলে ফেরদৌসকে (২৪) গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতার এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড