• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুক আইডি হ্যাক করে গরু চুরির পোস্ট

  বাগেরহাট প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০২০, ২০:৩৪
গ্রেফতার
ফেসবুক আইডি হ্যাক করে গরু চুরির পোস্ট দেওয়ায় গ্রেফতার আব্দুল্লাহ বাবু চাপরাশি (ছবি : দৈনিক অধিকার)

অন্যের ফেসবুক আইডি হ্যাক করে গরু চুরির পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ওই যুবকের নাম আব্দুল্লাহ বাবু চাপরাশি (২৬)। সে শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার রসুলপুর গ্রামের আফজাল হোসেন চাপরাশির ছেলে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রসুলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরে তাকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রশান্ত কুমার শিকদার জানান, ২০১৯ সালের ২২ অক্টোবর রসুলপুর গ্রামের আব্দুলাহ বাবু তার প্রতিবেশী ইয়াসিনের ফেসবুক আইডি হ্যাক করে। এরপর ওই আইডি থেকে স্থানীয় একটি গরু চুরির বিষয় নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়া হয়।

ওই ঘটনায় ইয়াসিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একই বছরের ১৩ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে শরণখোলা থানায় একটি মামলা করেন। এরপর মামলার তদন্তকালে সিআইডি পুলিশ ওই ঘটনায় আব্দুল্লাহ বাবুর সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এক পর্যায়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল সাদা পোশাকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন : পুকুরে ডুবে জীবন প্রদীপ নিভল খালা-ভাগনির

শরণখোলা থানার ওসি এস কে আব্দুল্লাহ আল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড