• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

  কুড়িগ্রাম প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০২০, ১৫:৪৯
কুড়িগ্রাম
শীতের কবলে কুড়িগ্রামের মানুষ (ছবি : দৈনিক অধিকার)

দ্বিতীয় দফা শীতের কবলে পড়েছে কুড়িগ্রামের মানুষ। বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় শীতের দাপট। গত দুদিন থেকে এমন পরিস্থিতি বিরাজ করছে জেলায়। শীতের কারণে আলু ও বীজতলা ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শিশু রোগীর সংখ্যা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার পুলক কুমার সরকার জানান, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আরও কয়েকদিন আবহাওয়া এমন থাকবে। মঙ্গলবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অভিনব কায়দায় মানববন্ধন

জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, শীত মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে ৫৯ হাজার ১৪টি কম্বল বিতরণ করা হয়েছে। আরও দুই হাজার কম্বল এসেছে। এছাড়াও কম্বল কেনার জন্য ১০ লাখ টাকা, শিশু পোশাক কেনার জন্য তিন লাখ টাকা এবং শিশু খাদ্যের জন্য আরও এক লাখ টাকা অনুদান এসেছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড