মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় ৭৯০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ জানুয়ারি) রাতে শহরের উত্তর চৌমুহনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নিজাম উদ্দিন উপজেলার জফরপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা, প্রেমিকাসহ আটক ৮
জানা যায়, রবিবার রাতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা শহরের উত্তর চৌমুহনা এলাকায় অভিযান চালায়। এ সময় ৭৯০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিনকে আটক করা হয়।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার হাওলাদার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বড়লেখায় অভিযান চালিয়ে ৭৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
ওডি/এএসএল
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড