• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনায় ককটেল বিস্ফোরণে আহত ২

  খুলনা প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২০, ২২:৩৫
আহত
বিস্ফোরণের ঘটনায় আহতদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় (ছবি : দৈনিক অধিকার)

খুলনা মহানগরীতে হঠাৎ ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে মহানগরীর দৌলতপুর থানার নতুন রাস্তার মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে নতুন রাস্তার রেল ক্রসিং মোড়ের ‘রহমান ফার্মেসির’ সামনে ইব্রাহিম খলিল শাহীন ও শহীদুল্লাহ সওদাগর নামে দুই ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করেই একটি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত ওই বোমার আঘাতে তারা দুজনে আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ দিকে, বোমা বিস্ফোরণের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন : পুলিশের বেশে ছিনতাইকালে জনতার হাতে ধরা

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন সামান্য আহত হয়েছেন। তবে কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড