• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলু ক্ষেতে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

  বগুড়া প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২০, ১৭:৪০
থানা
কাহালু থানা (ছবি : সংগৃহীত)

আলু ক্ষেতে পড়ে থাকা অবস্থায় বগুড়ার কাহালুতে আলম মণ্ডল (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলম মণ্ডল শিবগঞ্জ উপজেলার নলডুবি মধ্যপাড়া গ্রামের লাল চাঁন মণ্ডলের ছেলে ও পেশায় কাঠমিস্ত্রি।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা জানান, কাঠমিস্ত্রি আলম মণ্ডল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে দুপচাঁচিয়া থেকে কাহালুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কে বা কারা তাকে হত্যা করে বীরকেদার ইউনিয়নের জাঙ্গালপাড়া মাঠের আলু ক্ষেতে ফেলে রেখে যায়।

তিনি বলেন, আলম মণ্ডলের বুকে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশাপাশি তার গলায় লুঙ্গি দিয়ে ফাঁস দেওয়ার দাগও রয়েছে।

এ ব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম দৈনিক অধিকারকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড