• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৃত জামাতাকে দেখতে গিয়ে লাশ হলেন ভাইবোন

  নীলফামারী প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২০, ১২:২৫
দুর্ঘটনা কবলিত বাস-মাইক্রোবাস
দুর্ঘটনা কবলিত বাস-মাইক্রোবাস (ছবি : দৈনিক অধিকার)

বগুড়ায় মৃত জামাতাকে দেখতে গিয়ে নিজেরাই লাশ হয়ে বাড়ি ফিরলেন নীলফামারীর দুই ভাইবোন। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, নীলফামারীর জলঢাকা থেকে মাইক্রোবাসে করে বগুড়ার মোকামতলা এলাকায় মৃত জামাতাকে দেখতে যাচ্ছিলেন জহুরুল ইসলামসহ তার পরিবারের লোকজন। মাইক্রোবাসটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচণ্ডী এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন জহুরুল ইসলাম (৭০) ও তার বোন আনোয়ারা বেগম (৬৮)। এ সময় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত মোবারক হোসেনের বরাত দিয়ে জলঢাকা থানার ওসি জানান, মাইক্রোবাসে মোট ১৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুজন নিহত এবং বাকিরা কম-বেশি আহত হয়েছেন।

এর মধ্যে আলমগীর হোসেন (৩২), জাহাঙ্গীর হোসেন (২৮), সেলিম হোসেন (২৪), শাহানাজ বেগম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলামের (২২) অবস্থা গুরুতর।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড