• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুড়িগঙ্গায় ট্রলার ডুবে প্রাণ গেল ৪ শ্রমিকের

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২০, ১১:৪৫
নিহতদের মরদেহ
নিহতের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা (ছবি : অধিকার)

ত্রুটিপূর্ণ ট্রলারটি সকালে মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার কথা ছিল। রাতে ট্রলার নদীর তীরে ভেড়ানো অবস্থায় ছয়জন শ্রমিক ঘুমিয়ে যান। ঘুমের মধ্যেই ট্রলারটি বুড়িগঙ্গা নদীতে ডুবে গিয়ে চার শ্রমিক নিহত হন।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট সংলগ্ন আফাজ উদ্দিনের ডক ইয়ার্ডের পাশে বুড়িগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে পানিতে ডুবে যাওয়া বাল্কহেডের মধ্যে থাকা চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮) এবং বরিশালের বানাড়ীপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ধর্মগঞ্জ খেয়াঘাট সংলগ্ন আফাজ উদ্দিনের ডক ইয়ার্ডে বাল্কহেডটি মেরামতের জন্য তীরে নোঙ্গর করেছিল মাস্টার আমির হোসেন। শীতের রাত হওয়ায় ছয় শ্রমিক বাল্কহেডের মধ্যে ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে বাল্কহেডটি পানিতে ডুবে যায়।

এ সময় বাল্কহেডের মধ্যে ঘুমিয়ে থাকা শ্রমিক লুৎফর রহমান, মোস্তফা, বাবু, মহিবুল্লাহ ও মাস্টার আমিরসহ আরও এক ব্যক্তি পানিতে তলিয়ে যান। আমির ও অপর ব্যক্তি সাঁতরে তীরে উঠতে পারলেও অপর চারজন শ্রমিক বাল্কহেডের মধ্যে আটকে পড়েন।

শুক্রবার সকালে ১১ টার দিকে সংবাদ পেয়ে ফতুল্লার ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্সের সদস্যরা ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।

ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া দৈনিক অধিকারকে জানান, রাত আড়াইটার দিকে বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডটি নোঙর করে। এরপর ছয়জন শ্রমিক বাল্কহেডের মধ্যেই ঘুমিয়ে যান। বাল্কহেডের ভেতর পানি প্রবেশ করে সেটি ডুবে গিয়ে থাকতে পারে। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তবে জাহাজটি তীরে উঠালে প্রকৃত ঘটনা জানা যাবে।

কাজল মিয়া জানান, পাগলা নৌ পুলিশ নিহতদের লাশ কেরানীগঞ্জ থানায় নিয়ে গেছে। সেখান থেকে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে জানা গেছে।

ওডি/এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড