• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিল্পীর রং-তুলিতে বঙ্গবন্ধু

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

০২ জানুয়ারি ২০২০, ২০:৪৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
রং তুলির ছবিতে বঙ্গবন্ধু ( ছবি : দৈনিক অধিকার )

দেশের খ্যাতিমান ১শ চারু শিল্পীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধুকে জানো’ শিরোনামে ছবি আঁকার আয়োজন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধুকে নিয়ে ছবি আঁকেন চারু শিল্পীরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সিটি মেয়র মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট মাঠে বঙ্গবন্ধুর ছবি আঁকা উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- চারুকলা ইনিস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়সহ আরও অনেকে।

মুজিববর্ষ উপলক্ষে নতুন বছরের প্রথম দিনেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৭ দিনব্যাপী নানা আয়োজনের উদ্বোধন করেন। বৃহস্পতিবার ছিল এর দ্বিতীয় দিন।

আরও পড়ুন: চুলা বন্ধ না করে ঘুম, অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রী

মেয়র আইভী জানান, বঙ্গবন্ধু সম্পর্কে ভবিষৎ প্রজন্মকে ধারণা দিতেই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এই ছবি আঁকার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হলে তার ওপর লেখা বইগুলো পড়ার বিকল্প নেই। আমাদের সন্তানদের বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড