• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কালিয়াকৈরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  গাজীপুর প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০১৯, ১৯:২৫
অবৈধ স্থাপনা উচ্ছেদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ও চন্দ্রা এলাকায় সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক অংশে উপজেলার চন্দ্রা এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ স্থাপনা তৈরি করে অবৈধভাবে মহাসড়কের জমি দখল করে আসছিল একদল দুষ্কৃতিকারী।

এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মঙ্গলবার সকালে সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালায়। এ সময় টাওয়েল টেক্সটাইল, ভাইকিংস ফুয়েল পাম্প, দোকান, মার্কেট ও ঘরবাড়িসহ প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপদ বিভাগের অবৈধ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের প্রকল্প ব্যবস্থাপক শাহানা ফেরদৌস, উপ প্রকল্প ব্যবস্থাপক নাহিদা সুলতানা, সড়ক ও জনপদের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম ফারুকী এবং কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্র জানিয়েছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড