• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নীলফামারীতে ট্রাক্টর-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ 

  নীলফামারী প্রতিনিধি

৩০ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৭
নীলফামারী আধুনিক সদর হাসপাতাল
নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ( ছবি : সংগৃহীত )

নীলফামারী-সৈয়দপুর সড়কের উত্তরা ইপিজেডের সামনে ট্রাক্টর ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের ৩ যাত্রীকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামিয়ার রহমান নামে একজন মারা যান।

নিহত জামিয়ার রহমান সদর উপজেলার দারোয়ানী বকশিপাড়ার বাসিন্দা।

চিকিৎসাধীন অন্য দুজন হলেন- চড়াইখোলা বসুনিয়াপাড়ার ফারুক হোসেন ও একই এলাকার সিপাইটারীর জাহিদুল ইসলাম। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজন মারা গেছেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ৬ মাসে কুরআনে হাফেজ হয়ে তাক লাগাল ৩ শিশু

নীলফামারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড