• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

তীব্র শীতে সাতক্ষীরায় ৭ জনের মৃত্যু

  সারাদেশ ডেস্ক

২৮ ডিসেম্বর ২০১৯, ২১:২১
তীব্র শীত
তীব্র শীতে আগুন পোহাচ্ছে ছিন্নমূল মানুষ ( ছবি : দৈনিক অধিকার )

তীব্র শীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল থেকে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত শ্যামনগর উপজেলার উপকূলবর্তী কৈখালী এলাকায় এ সাতজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কৈখালী ইউনিয়নের মৃত আহম্মদের স্ত্রী জরিনা (৭০), ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মৃত এছেম গাজীর ছেলে খয়রাত গাজী (৭৫), একই এলাকার আব্দুল গাজী (৭০), মৃত ওমর গাজীর ছেলে লুৎফর গাজী (৭০), ২ নম্বর ওয়ার্ডের মৃত বক্স গাজীর ছেলে রউফ গাজী (৯০), একই গ্রামের হামিদ গাজী (৭৬) এবং বিনয় কুমার মন্ডলের স্ত্রী ভাদ্র বালা মন্ডল (৪৫)।

কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, তীব্র শীতের কারণে শুক্রবার দুপুরের পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এই ইউনিয়নে ৭ জনের মৃত্যু হয়। উপকূলবর্তী আমার ইউনিয়নটি ভারতের সীমান্তবর্তী। এক পাশে ভারতের সীমান্ত নদী কালুন্দী।

তিনি আরও জানান, নিজস্ব অর্থায়নে অসহায়দের মধ্যে ২শ কম্বল বিতরণ করেছি। এছাড়া সরকারিভাবে দেওয়া হয়েছে ৪৬০টি কম্বল।

আরও পড়ুন: জঙ্গলে মিলল ফুটফুটে নবজাতক

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম কামরুজ্জামান জানান, শীতের কারণে মারা গেছে এমন তথ্য আমার কাছে নেই। তবে বার্ধক্যজনিত কারণে এসব মানুষগুলো মারা যেতে পারে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড