• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মায়ের সামনে সন্তানকে অমানবিক নির্যাতন

  সারাদেশ ডেস্ক

২৬ ডিসেম্বর ২০১৯, ২২:২১
কিশোরকে নির্যাতন
কিশোরকে নির্যাতনের দৃশ্য ( ছবি : সংগৃহীত )

মায়ের সামনেই কিশোরের হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন করেছেন আবু তাহের নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা। কিশোরকে এমন অমানবিক নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড় বইছে।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে। নির্যাতনের এমনই একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

নির্যাতনের শিকার রাজু চন্দ্র উপজেলার কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে। আর অভিযুক্ত আবু তাহের দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং একই ইউনিয়নের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বর্তমান আমির।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অভিযুক্ত আবু তাহেরকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন রাজু চন্দ্রের বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস।

জানা যায়, গত ২৫ ডিসেম্বর বিকালে কিশোর রাজু চন্দ্রের হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন করেন আবু তাহের। এ সময় কিশোরের মা তাকে একাধিকবার বাধা দিলেও আবু তাহের নির্যাতন বন্ধ করেননি। পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানকে নির্যাতনের সেই দৃশ্য দেখেছেন মা।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কিশোরের গায়ের জামা-কাপড় খুলে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। পা দিয়ে মুখে ও বুকে লাথি মারছেন আবু তাহের। বার বার কান্না করলেও তার বাঁধন খুলে দেওয়া হয়নি, উল্টো তাকে আরও কয়েকটি লাথি মেরেছেন আবু তাহের।

এ বিষয়ে ওই কিশোরের ভাই সজল চন্দ্র বিশ্বাস বলেন, আমার ভাইয়ের ওপর এমন অমানবিক নির্যাতনের বিচার চেয়ে আমরা এলাকার মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরে এখন ক্লান্ত। এক পর্যায়ে আবু তাহেরকে আসামি করে থানায় মামলা করেছি। আশা করছি প্রশাসন ব্যবস্থা নেবে।

এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, ওই কিশোরকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আবু তাহের পালাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- ময়লার স্তূপে নবজাতকের মরদেহ

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড