• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

  ফেনী প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০১৯, ০৯:২০
মানববন্ধন
মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা।

এলাকাবাসী সূত্র জানায়, রাধানগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল বিভাগের অধীনে ২ কোটি ৮৮ লাখ ৩২ হাজার ২৬৫ টাকা ব্যয়ে ১৪০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থ চারতলা একটি ভবন নির্মাণ করা হবে। খেলার মাঠেই নতুন ভবন নির্মাণ করা হবে এই খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

মাঠ রক্ষার দাবিতে আন্দোলনরত সাবেক ছাত্র ছলিম উল্যাহ বাহার সাংবাদিকদের বলেন, পড়ালেখার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকার যুব সমাজ এ মাঠে খেলাধুলা করে। নতুন এই ভবনটি যদি মাঠের মধ্যে নির্মাণ করা হয় তাহলে মাঠ খেলাধুলার অনুপযোগী হয়ে যাবে। ফলে এই এলাকা খেলাধুলায় পিছিয়ে পড়বে। যুবসমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে ধ্বংস হয়ে যাবে।

স্থানীয়রা জানান, নতুন ভবনটি মাঠে স্থাপন না করে বিদ্যালয়ের মূল প্রাচীরের ভেতরের খোলা জায়গায় করা হলে মাঠটি রক্ষা হবে।

স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতি আন্দোলনকারীদের জোর দাবি নতুন ভবনটি মাঠের জায়গায় নির্মাণ না করে বিদ্যালয় প্রাচীরের ভেতরে করা হোক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মজুমদার বলেন, মাঠের বাইরে বিদ্যালয়ের মূল প্রাচীরের ভেতরে ১৪০ ফুট লম্বা খালি জায়গা না থাকায় মাঠের মধ্যে ভবনটি নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড