• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজয় দিবসেও পরীক্ষা, বিপাকে প্রধান শিক্ষক 

  সারাদেশ ডেস্ক

১৭ ডিসেম্বর ২০১৯, ০৩:২৪
পরীক্ষা
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ইসহাক একাডেমি নামক বিদ্যালয়ে মহান বিজয় দিবসেও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইলিয়াছ আলী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত এই চার ক্লাসের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

জানা গেছে, মিজানুর রহমান মোজাহিদ নামের একজন বিএনপি নেতা ২০০৬ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই বিদ্যালয়ে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩০৮ জন শিক্ষার্থী রয়েছে।

এ দিকে ইতোমধ্যে নিজের ভুল স্বীকার করেছেন প্রধান শিক্ষক ইলিয়াছ আলী। তবে মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন না করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

প্রশাসনের কাছে স্থানীয় লোকজন দাবি জানিয়েছেন, এ ব্যাপারে যেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়।

ওডি/এসসা

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড