• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেতার নাম দেরিতে বলায় আ. লীগ-জাপার সংঘর্ষ

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:২৯
সংঘর্ষ
আ. লীগ-জাপার সংঘর্ষ (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে মাইকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এক নেতার নাম দেরিতে প্রচার করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শেখ রাসেল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় সোনারগাঁ পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে কুচকাওয়াজের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। এ সময় মঞ্চে দাঁড়িয়ে তাদের সালাম গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান ও সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান।

এ সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে আসন গ্রহণ করেন।

এ দিকে, আ. লীগ নেতাদের আগমনের খবর মাইকে জানানোর জন্য যুব উন্নয়ন কর্মকর্তাকে অনুরোধ করে। যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবিব তাদের নাম দেরিতে বলায় মাহফুজুর রহমান কালাম তাকে বকাবকি করেন। তখন স্টেজে থাকা কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা আজিজুল ইসলাম বাদল তার প্রতিবাদ করে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানস্থলে নেতাকর্মীদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড