• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ

  বেনাপোল প্রতিনিধি, যশোর

১৬ ডিসেম্বর ২০১৯, ১৪:১৬
পুষ্পমাল্য অর্পণ
কাশীপুরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ (ছবি : দৈনিক অধিকার)

যশোরের শার্শায় মহান বিজয় দিবসে শহিদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভ পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কাশীপুরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। এ দিবসটি উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে।

পরে সকাল ৮টায় শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দেশের সকল স্থানের সঙ্গে একযোগে জাতীয় সংগীত গাওয়া হয়। এ ছাড়া কুচকাওয়াজ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উক্ত কুচকাওয়াজ ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ শার্শা-১ এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি। এ ছাড়া শার্শা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মেহেদি হাসান, মুক্তিযোদ্ধা পরিষদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শার্শা উপজেলা পরিষদ থেকে বলা হয়েছে আজ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড