• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস পালন

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯
বিজয় দিবস
বিজয় দিবসে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত (ছবি : দৈনিক অধিকার)

বিনম্র শ্রদ্ধা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটি শুরু হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৮টায় জেলা পুরাতন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ পরিবেশিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে সেখানে শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শিত হয়।

শহীদদের স্মরণে শহীদ হাসান চত্বরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলসহ নানা শ্রেণি পেশার মানুষ।

এ দিকে, বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও কারাবন্দি হাসপাতালে ভর্তি ও সদস্যদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। দিবসকে ঘিরে বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড