• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে বিক্রয় নিষিদ্ধ বইসহ হকার আটক

  ফরিদপুর প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৯, ১৯:১৬
ফরিদপুর
বিক্রয় নিষিদ্ধ বইসহ আটক হকার (ছবি : দৈনিক অধিকার)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে এক ভ্যান বিক্রয় নিষিদ্ধ পাঠ্যপুস্তক জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার ময়না ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জব্দকৃত বইগুলো ২০১৭ থেকে ২০১৯ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির। বইগুলির আনুমানিক ওজন প্রায় ২৪০ কেজি।

ময়না ইউনিয়নের এ সি বোস ইন্সটিটিউশনের পরিচালনা পর্ষদের সদস্য পলাশ রাজবংশী জানান, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ খবর পেয়ে ময়না বাড়োয়ারী মন্দিরের সামনে থেকে পুলিশ ভ্যানসহ ওই বইয়ের ক্রেতা হকার ওদুদকে আটক করে পুলিশ। হকার ওদুদ জানায়, বইগুলো সে ওই স্কুলের প্রধান শিক্ষক মোখলেসুর রহমানের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছিল।

এ ব্যাপারে মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, স্কুলের বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অতিরিক্ত বই উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কেউ এ নিয়ম অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

প্রধান শিক্ষক মোখলেসুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলের কোনো বই বিক্রি করা হয়নি।

এ ঘটনায় বোয়ালমারী থানার এসআই পলাশ জানান, বইগুলো উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য হকার ওদুদকে থানায় নিয়ে এসেছি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড