• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুন্সীগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০১৯, ২১:৪২
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনার শিকার বাস (ছবি : দৈনিক অধিকার)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে বাস উল্টে আহত হওয়া দুই পথচারী মারা গেছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- তন্বি আক্তার (১১) ও মো. হারেজ মিয়া (৪০)। নিহত তন্বি উপজেলার কুচিয়ামোড়া এলাকার মোজাম্মেল হোসেনের মেয়ে। সে কুচিয়ামোরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। হারেজ একই এলাকার প্রয়াত গফুর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লেন পরিবর্তন করার কারণে মাওয়া থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালকসহ তিনজন ও বাসে থাকা পাঁচজন যাত্রী আহত হয়। তারা আরও জানায়, লেন পরিবর্তন ও সাইনবোর্ড না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক অধিকারকে বলেন, কুচিয়ামোড়া সেতু পাড় হয়ে মাওয়া থেকে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুচিয়ামোড়া সেতুর ঢালে একটি ইজিবাইককে চাপা দেয়। এ ঘটনায় বাসটির কমপক্ষে পাঁচজন যাত্রী ও ইজিবাইক চালকসহ ওই পথচারী দুইজন আহত হয়। ইজিবাইক চালকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তন্বি ও হারেজ মারা যায়।

আরও পড়ুন: (নারায়ণগঞ্জে বিমানের ৬ হাজার লিটার জ্বালানি উদ্ধার, আটক ১)

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড