• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওপর দিয়ে গেল অসংখ্য গাড়ি, হাড়-মাংস উদ্ধার

  নন্দীগ্রাম প্রতিনিধি, বগুড়া

১১ ডিসেম্বর ২০১৯, ১১:১৭
বগুড়া
ছবি : জেলার ম্যাপ

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে নিহত এক ব্যক্তির মরদেহের হাড়-মাংস উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটের অদূরে পদ্মপুকুর নামক স্থান থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, হাড় মাংসের সাথে নীল চেক শার্ট ও লুঙ্গী পাওয়া গেছে। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যাওয়ায় মরদেহটি শনাক্ত করা কষ্টকর হয়ে পড়েছে। নিহতের হাড় ও মাংস বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে অজ্ঞাত ওই ব্যক্তি যানবাহনের চাপায় মারা যায়। এরপর তার দেহের উপর দিয়ে অসংখ্য যানবাহন যাতায়াত করে। এ জন্য মরদেহ থেঁতলে যায় এবং মহাসড়কে হাড়-মাংস পড়ে থাকে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে হাড়-মাংস উদ্ধার করে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড