• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  অধিকার ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৯, ১০:২৯
ময়মনসিংহ
বাস (ছবি: দৈনিক অধিকার)

পাবলিক পরিবহনের শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন শেষে তা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ধর্মঘট স্থগিত ঘোষণা করেন বাস মালিক ও পরিবহনশ্রমিক সংগঠনগুলো।

ময়মনসিংহ জেলা মোটর শ্রমিক সমিতির সভাপতি আবদুস ছালাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা ছিল। তবে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে এ ধর্মঘট তুলে নেন শ্রমিকরা।

ময়মনসিংহের পুলিশ সুপার শাহ্‌ আবিদ হোসেন বলেন, পরিবহনে শ্রমিকদের বুঝতে হবে জনগণকে জিম্মি করে কোনো আন্দোলন করা সম্ভব নয়। ধর্মঘট প্রত্যাহারের জন্য তিনি পরিবহনসংশ্লিষ্ট নেতাদের আন্তরিকভাবে আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে ধর্মঘট প্রত্যাহার করায় তিনি সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত রবিবার ময়মনসিংহ থেকে নেত্রকোণা সড়কে নতুন করে আরও দশটি বিআরটিসি বাস চালু করা হয়। এ সময় গণপরিবহন শ্রমিকরা বিআরটিসি বাস চলতে বাধা দেন। তাদের দাবি বিআরটিসি বাস নিয়ম না মেনে চলছে। ফলে তাদের পরিবহনে যাত্রী কমে যাচ্ছে। একই সাথে বিআরটিসি বাস যত্রতত্র পার্কিং করায় যানজট সৃষ্টি হচ্ছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড