• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  নরসিংদী প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০১৯, ২১:২০
গ্রেফতার
গ্রেফতারকৃত মূল আসামি মোতালিব (ছবি : দৈনিক অধিকার)

নরসিংদীর মাধবদীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি মোতালিবকে (২৭) গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোতালিব মহিষাশুড়া ইউনিয়নের নিয়র আলীর ছেলে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মীর কায়েস সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবদী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

দুপুরে তাকে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ড আবেদন করলে নরসিংদীর বিজ্ঞ আদালত তা মঞ্জুর করে। মঙ্গলবার রাতে দৈনিক অধিকারকে এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান।

মামলার বিবরণে জনা যায়, গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় বালুচর এলাকা থেকে রিকশাযোগে ১৭ বছরের এক কিশোরী পুরাতন রেল সড়ক সংলগ্ন আনন্দী এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে একদল যুবক। পরে ওই কিশোরীকে মুখ বেঁধে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে জোরপূর্বক তুলে নিয়ে মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে ভয়ভীতি প্রদর্শন করে চরে নিয়ে গিয়ে পাঁচজন মিলে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে কিশোরীকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় তারা।

ধর্ষণকারীরা হলেন- মহিষাশুড়া ইউনিয়নের বালুচর গ্রামের নিয়র আলীর ছেলে মোতালিব (২৭), মমতাজ উদ্দিন মমতার ছেলে আমান উল্লাহ (৩২), রুহলের ছেলে শামিম (৩২), মৃত ইদ্রিস আলীর ছেলে ইমরান (৩৪) ও এমিলের ছেলে মো. শাওন (২৩)।

ধর্ষণ শেষে ওই কিশোরীকে আহত অবস্থায় ব্রিজের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় ধর্ষণকারীরা। পরে অজ্ঞাত এক যুবকের মুঠোফোনে খবর পেয়ে কিশোরীকে স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় কিশোরীর মা জুলেখা বেগম বাদী হয়ে মাধবদী থানায়, পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড