• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাখির অভয়াশ্রম তৈরিতে জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ

  গোপালগঞ্জ প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০১৯, ২২:৩২
মাটির হাঁড়ি
পাখির অভয়াশ্রম তৈরিতে ফলদ গাছে এভাবেই টাঙানো হচ্ছে মাটির হাঁড়ি (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জে পাখির অভয়াশ্রম তৈরি করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। মাটির তৈরি ছোট ছোট হাঁড়ি গাছে ঝুলিয়ে তিনি পাখির অভয়াশ্রম তৈরি করছেন।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের অফিস ভবন এবং নিজ বাসার আশপাশের এলাকার গাছে এসব কলস স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা দৈনিক অধিকারকে জানান, শহর ও গ্রাম এলাকায় এখন আর আগের মতো পাখি দেখা যায় না। বিভিন্ন সময় শিকারিরা পাখি শিকারের ফলে দিন দিন দেশীয় প্রজাতির পাখির সংখ্যা কমে যাচ্ছে। তাই ফলদ গাছে মাটির হাঁড়ি স্থাপন করা হচ্ছে। শহর থেকে গ্রাম পর্যায়ক্রমে পাখির জন্য এমন মাটির বাসা স্থাপন করা হবে। যাতে ঝড় বৃষ্টির সময় পাখিরা একটা নিরাপদ বাসা পায়। তিনি আশা প্রকাশ করেন, এতে আগের মতো পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে শহর ও গ্রাম।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড