• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিজান মেকানিকের এবারের উদ্ভাবন ‘ইউনিক কার’

  বেনাপোল প্রতিনিধি, যশোর

০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৩
ইউনিক কার
দেশসেরা উদ্ভাবক মিজান মেকানিকের তৈরিকৃত ‘ইউনিক কার’ (ছবি : দৈনিক অধিকার)

রিকশা, ভ্যান ও ইঞ্জিনচালিত ভ্যান চালকদের কষ্ট লাঘবের জন্য দেশসেরা উদ্ভাবক যশোরের শার্শা উপজেলার মিজানুর রহমান ওরফে মিজান মেকানিক এবার তৈরি করেছেন ‘ইউনিক কার’ নামে একটি বাইক।

নতুন এই উদ্ভাবন সম্পর্কে মিজান মেকানিক দৈনিক অধিকারকে জানান, ‘কেউ দরিদ্র ভ্যান চালকদের কথা ভাবে না। তারা যে ভ্যান চালায় তাতে তাদের শারীরিক অনেক কষ্ট হয়। তাই তাদের এই কষ্ট কমাতে আমি এই গাড়িটি তৈরি করেছি।’

তিনি বলেন, ‘দরিদ্র ভ্যান চালকদের জন্য তৈরি করা এই গাড়িটি সহজলভ্য ও স্বল্প খরচে চলাচলের জন্য উপযোগী। একই সঙ্গে এটি পরিবেশ বান্ধব বিশেষ একধরনের মোটরগাড়ি। যে গাড়িতে চড়ে কোনো যাত্রীকে ঝাঁকি সহ্য করতে হবে না। কারণ এই গাড়িতে লাগানো হয়েছে পাওয়ার স্প্রিং। যা দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।’

‘ইউনিক কার’ সম্পর্কে মিজান মেকানিক বলেন, ‘এই ইউনিক কারটি দামে অনেক সস্তা। দরিদ্র চালকদের ক্রয়সীমার কথা মাথায় রেখেই গাড়িটি তৈরি করা হয়েছে।’

অচিরেই এই ‘ইউনিক কারটি’ বাজারে আসতে চলেছে জানিয়ে তিনি বলেন, গাড়িটিতে চালকসহ ছয়জন বসতে পারবে। এ সময় আরামদায়ক, সুলভ ও নিরাপদ এই গাড়িটি বাজারে আসলে দরিদ্র চালকদের জন্য সুফল বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‘ইউনিক কারের’ পাশাপাশি তিনি আর কিছু তৈরি করছেন কি না জানতে চাইলে বলেন, ‘সামনে অনেক কিছুই বানানোর পরিকল্পনা রয়েছে, যা সমাজের তথা দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগবে।’

উল্লেখ্য, যশোরের শার্শা উপজেলার দেশসেরা উদ্ভাবক খ্যাত মিজানুর রহমান ওরফে মিজান মেকানিক বিভিন্ন ধরনের গাড়ি আবিষ্কার করে দেশকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি কাজ করছেন দরিদ্র ভ্যান ও রিকশাচালকদের জন্য। এরই ধারাবাহিকতায় তিনি তৈরি করেছেন ‘ইউনিক কার’ নামের এই বাইকটি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড