• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালিত

  গাইবান্ধা প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৩
র‌্যালি
গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি (ছবি : দৈনিক অধিকার)

‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নিপাত যাক, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে হবে’- এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে শনিবার (৭ ডিসেম্বর) সকালে শহরের পূর্বপাড়া থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বীর প্রতীক মাহবুব এলাহী রঞ্জুর নেতৃত্বে জেলার বীর মুক্তিযোদ্ধাসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

পরে দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গাইবান্ধা হানাদার মুক্ত দিবস সম্পর্কে নানা বিষয় আলোকপাত করা হয়। এ সময় জেলা প্রশাসক আব্দুল মতিন, কমান্ডার আলী আকবারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের এই দিনে কোম্পানি কমান্ডার মাহবুব এলাহী রঞ্জুর (বীর প্রতীক) নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন হয়ে গাইবান্ধায় প্রবেশ করে। এ দিকে, মুক্তিযোদ্ধাদের খবর পেয়ে ওই রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থানরত পাকিস্তানি হানাদার বাহিনী সবকিছু গুটিয়ে পালিয়ে যায়। তবে, এর আগের দিন সন্ধ্যায় বাংলাদেশ-ভারতের যৌথ বাহিনীর বিমান গাইবান্ধা রেল স্টেশনের উত্তর পাশে বোমা ফেলে। ফলে পাকিস্তানী বাহিনী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধাদের আসার খবর পেয়ে তারা গাইবান্ধা ছেড়ে পালিয়ে যায়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড