• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, আহত ৫

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:০৪
দুই লঞ্চের সংঘর্ষ
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় ঢাকা থেকে চাঁদপুরগামী ও শরীয়তপুর থেকে ঢাকাগামী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন, মো. হুমায়ুন (৩৫)। সে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রাপুর এলাকার প্রয়াত আব্দুল হাইয়ের ছেলে। ঘটনায় আহতরা হলেন- রোজিনা বেগম, শুকনী ও মো. রুহুল আমিন ও অন্য দুজনের নাম জানা যায়নি।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. মোস্তাফিজার রহমান দৈনিক অধিকারকে জানান, আনুমানিক রাত ১টার দিকে মুন্সীগঞ্জের সীমানাধীন সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মানিক-৪ লঞ্চের বেশ কয়েকজন যাত্রী দুই লঞ্চের ফাঁকায় পড়ে যায়। এ সময় যাত্রীদের উদ্ধার করা হলে হুমায়ুন ঘটনা স্থলেই মারা যান। অন্য আহতদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন এ ঘটনায় মানিক-৪ লঞ্চের ১০-১৫ জন নিখোঁজ রয়েছেন বলে শুনেছি।

সকাল থেকে নৌপুলিশ, নৌবাহিনী, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে।

এ ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে।

ওডি/এসএইচএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড