• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুকে অপপ্রচারের দায়ে যুবক আটক

  সিলেট প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৮
আটক
আটককৃত যুবক মো. খালেদ মিয়া (ছবি : দৈনিক অধিকার)

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর দায়ে সিলেটে মো. খালেদ মিয়া নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

আটককৃত খালেদ মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার মৃত হারিছ উদ্দিনের ছেলে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, আটককৃত ওই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, অশ্লীল ছবি শেয়ার এবং পোস্ট করে সেগুলো প্রচার করে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে আটক করে র‌্যাবের একটি অভিযানিক দল।

আটককৃত খালেদ মিয়াকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাবের ওই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড