• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাইসাইকেল চালিয়ে কলকাতা থেকে মৌলভীবাজারে ভারতীয় ২ যুবক

  মৌলভীবাজার প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬
বাইসাইকেল
বাইসাইকেল চালিয়ে ভারতের কলকাতা থেকে মৌলভীবাজারে আসা দুই যুবক (ছবি : দৈনিক অধিকার)

বাইসাইকেল চালিয়ে কলকাতা থেকে মৌলভীবাজার! বিষয়টি আশ্চর্যজনক হলেও এমনি এক কীর্তি গড়েছেন ভারতীয় দুই যুবক।

কলকাতা থেকে বাইসাইকেল চালিয়ে মৌলভীবাজারে আসা ওই দুই যুবকের নাম শরৎচন্দ্র নস্কর ও সুব্রত দাশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে তারা বাইসাইকেলযোগে মৌলভীবাজারে এসে পৌঁছান। ‘লাগেনা জল, লাগেনা তেল, চালাও সাইকেল’- এই প্রতিপাদ্যকে ধারণ করে তাদের এই দীর্ঘ যাত্রা।

ভারতীয় নাগরিক শরৎ ও সুব্রতর সঙ্গে কথা হলে তারা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ধরে রাখতে পরিবেশবান্ধব বাইসাইকেল নিয়ে তাদের এই ভ্রমণ। এ সময় তারা আরও বলেন, তারা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের তামাবিল সীমান্ত পর্যন্ত বাইসাইকেল চালিয়ে এসেছেন। দুই দিন মৌলভীবাজারে থেকে এরপর তারা পুনরায় কলকাতায় ফিরে যাবেন।

এ ব্যাপারে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির এডমিন রাজীব দে দৈনিক অধিকারকে জানান, ‘তারা দুইজনই অনেক বন্ধুসুলভ মানুষ। মৌলভীবাজারে তারা দুই দিন আমার বাসায় থাকবেন। এছাড়া ভারত ভ্রমণকালে এই দুই সাইক্লিস্ট আমাকে অনেক সহায়তা করেছিলেন।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড