• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেহেরপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে আসছে সেনাবহিনী

  মেহেরপুর প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:১২
মেহেরপুর
বোমা সদৃশ বস্তু (ছবি : দৈনিক অধিকার)

মেহেরপুরে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশে পাওয়া বোমা সদৃশ একটি বস্তুকে এখনো ঘিরে রেখেছে পুলিশ। বোমা সদৃশ্যর বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য সেনাবহিনীর সাহায্যে চেয়েছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সেনাবাহিনীর একটি বম ডিসপোজাল ইউনিট এখানে আসছে বলে জানা গেছে।

এদিকে গতকাল রাত ৯ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ একটি দল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের কর্মচারীরা গেটের পাশে প্রাচীরের সঙ্গে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাগের ভেতরে একটি ইলেকট্রনিক ডিভাইস যুক্ত বোমা সদৃশ বস্তুটি দেখতে পায়।

ওই বস্তুটির পাশে ‘আনসারুল ইসলাম জঙ্গি দলের বরাতে একটি চিঠি পাওয়া গেছে। পরে বোমাটি নিষ্ক্রিয় করার জন্য খুলনা র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তাদের একটি টিম গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, আতঙ্ক সৃষ্টির জন্য এটি কেউ রেখে যেতে পারে। উদ্ধার হওয়া চিরকুটে হাতে লেখা রয়েছে ‘আনসারুল ইসলাম দল’। এটা নিয়েও আমরা তদন্ত শুরু করেছি।

বোমা নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনী টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আজ দুপুরের মধ্যে চলে আসবে বলে আশ্বাস দিয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড