• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  নরসিংদী প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০১৯, ১২:৩৪
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীতে তিতাস এক্সপ্রেসের বাসের ধাক্কায় বাদল মিয়া ভান্ডারী নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রায়পুরা উপজেলার মরজাল বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত বাদল মিয়া একই উপজেলার মরজাল গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, তিতাস এক্সপ্রেসের বাসটি উল্টো পথে প্রবেশ করে পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটির চালক সালাহ উদ্দিনকে আটক করা হয়েছে। আটককৃত চালকের গ্রামের বাড়ি জয়দেবপুর জেলার হায়দাবাদ এলাকায় বলেও জানান তিনি।

উল্টো পথে বাসটি আসার কারণ জানতে চাইলে ওসি মামুন রহমান চালকের বরাত দিয়ে বলেন, বাসটির স্টিয়ারিং বিকল হয়ে গেলে চালক উল্টো পথে চলে যায়। পরে মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের মাঝে হস্তান্তর করেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড