• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

খেলতে বাধা দেওয়ায় থানায় নালিশ নিয়ে হাজির ৭ বছরের শিশু

  নিজস্ব সংবাদদাতা

০৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৬
আহম্মেদ বিন কাদেরী
থানায় শিশু আহম্মেদ বিন কাদেরী (ছবি : সংগৃহীত)

মাঠে খেলতে না দেওয়া হয়নি সাত বছরের শিশু আহম্মেদ বিন কাদেরীকে। সঙ্গে গালিগালাজও করা হয়েছে। এমন অবস্থায় নালিশ নিয়ে থানায় হাজির শিশুটি। ঘটনাটি ঘটে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগকারী শিশু কাদেরী জেলার নাচোল সদর ইউনিয়নের ঘিওন গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে নাচোল থানা পুলিশের ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে পাশের মাঠে কাদেরী ও তার সহপাঠীরা খেলতে যায়। এ সময় সেখানে বসবাসকারী গৃহবধূ মমতাজ ও মাসুদা তাদের খেলতে বাধা দেয় সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তাদের সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারেনি কাদেরী। পরে সে থানায় এসে কেঁদে কেঁদে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়।

এ সময় পুলিশসহ গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মীরা কাদেরীর অভিযোগ মনোযোগ দিয়ে শোনে। পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের থানায় ডেকে এনে কাদেরীর বিষয়টি সমাধান করা হয়েছে। বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় উপস্থিত সকলেই খুশি হয়েছেন। তবে অল্প বয়সে কাদেরী একাই থানায় এসে যে অভিযোগ করার বিষয়টি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড