• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৌলভীবাজারে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার

  মৌলভীবাজার প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০১৯, ২২:৫৩
উদ্ধার হওয়া চোরাই কাঠ
উদ্ধার হওয়া চোরাই কাঠ (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযানে এসব চোরাই কাঠ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের প্রবাসী সুফি মিয়ার বাড়িতে বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের অপরাধ দমন ইউনিট ও কমলগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় সুফি মিয়ার বাড়ির পুকুর থেকে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত চোরাই কাঠগুলো কালাছড়া সংরক্ষিত বনের বাপার জোনের কাঠ।

এ ব্যাপারে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বিভাগীয় বন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চোরাই কাঠগুলো কালাছড়া সংরক্ষিত বনের বাপার জোনের কাঠ। উদ্ধারকৃত কাঠের পরিমাপ করা সম্ভব হয়নি তবে ৪০ টুকরো কাঠ হতে পারে। এদের মধ্যে আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির কাঠ রয়েছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড