• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

  সিরাজগঞ্জ প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০১৯, ১৬:০০
মালবাহী ট্রেন
ইঞ্জিন বিকল হওয়া ট্রেন (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ সদরের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ঈশ্বরদী থেকে ভারতীয় পাথর বোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পৌঁছানোর কথা ছিল। সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় ট্রেনটি পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দেড় ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেন এসে বিকল ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড