• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিলে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

  গোপালগঞ্জ প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০১৯, ১৫:২৩
গোপালগঞ্জ
দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে ২ জন (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জে বিলে মাছ ধরা এবং পরবর্তীকালে বাজারে বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার উলপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য রাউথখামার গ্রামের রহমত মোল্লা ও ৬ নম্বর ওয়ার্ড সদস্য উলপুর গ্রামের রেজাউল মোল্লার সমর্থকরা বিলে মাছ ধরতে যায়।

এ সময় মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে আজ সকালে ৯ নম্বর ওয়ার্ড সদস্য রহমত মোল্লার ভাই জিলকদসহ কয়েকজন উলপুর বাজারে মাছ বিক্রি করতে গেলে রেজাউল মোল্লার সমর্থকরা তাদের মারধর করে।

এ মারধরের জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে মারাত্মক আহত অবস্থায় সাতজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড