• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

  রাঙ্গামাটি প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪৮
রাঙ্গামাটি
ছবি : প্রতীকী

পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত ও অপর একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার সাবেক্ষ্য ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এগারল্যাছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম শুভ চাকমা ওরফে গিরি চাকমা (৩৮)। এ ঘটনায় আহত হয় তার সঙ্গী রমেশ চাকমা (২৯)।

সূত্রে জানা গেছে, নিহত গিরি চাকমা ও তার সঙ্গী রমেশ চাকমা উক্ত এলাকার ঘরে থাকতেন। নিহত গিরি চাকমা ওই এলাকার ইউপিডিএফ সংগঠনের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করে আসছে।

গোয়েন্দাসূত্রে জানা গেছে, সকালে মুখোশধারী একদল সশস্ত্র সন্ত্রাসী এসে এলোপাথাড়ি গুলি চালায় এ সময় গিরি চাকমা নিহত হন এবং রমেশ চাকমা আহত হয়।

সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নানিয়ারচর সদর হতে প্রায় ১৪-১৫ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। তবে যেখানে ঘটনা ঘটেছে সেখানে মোবাইল সংযোগ না থাকায় এবং দুর্গম অঞ্চল হওয়ায় বিস্তারিত জানতে দেরি হচ্ছে।

পুলিশ সুপারের কার্যালয়ে গোয়েন্দা শাখার (ডিএসবি) ইনচার্জ ইন্সপেক্টর মো. নজিব উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নানিয়ারচ উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের এগারল্যাছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন নিহতের লাশ নিয়ে ফিরে আসলে বিস্তারিত জানতে পারব। ওখানকার পরিবেশ থমথমে বিরাজ করায় ওই এলাকায় পুলিশও সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড