• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই স্ত্রীর মামলায় প্রত্যাহার সেই ওসি

  সারাদেশ ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৬
কুমিল্লা
সালাহ উদ্দিন (ছবি : সংগৃহীত)

কুমিল্লার কোতয়ালী মডেল থানার পরিদর্শক সালাহ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তার দুই স্ত্রী ও এক ব্যবসায়ীর মামলায় তাকে প্রত্যাহার করা হয়। এখন সে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত রয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নারী নির্যাতন, যৌতুক দাবি এবং এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকার চেক লেখিয়ে নেওয়ার অভিযোগে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার আদালতে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলা করেছেন তার দুই স্ত্রী এবং অপর মামলাটি করেছেন ওই ব্যবসায়ী। এ সব অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে প্রত্যাহার করা হয়েছে।

সালাহের প্রথম স্ত্রী শামসুন নাহার সুইটি গত ২৮ নভেম্বর তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার বিচারক আবদুল আউয়াল মামলাটি আমলে নিয়ে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের আদেশ দেন।

এরপর ১ ডিসেম্বর মহিউদ্দিন নামে এক ব্যক্তি সালাহের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণীতে তিনি উল্লেখ করেন, ক্ষমতার অপব্যবহার করে তার কাছ থেকে দেড় কোটি টাকার চেক লিখে নেয় সালাহ উদ্দিন।

একই দিনে সালাহের দ্বিতীয় স্ত্রী তাহমিনা আক্তার পান্না ব্রাহ্মণবাড়িয়ার সদর কোর্টে ২০ লাখ টাকার যৌতুক দাবির অভিযোগে মামলা দায়ের করেন।

পান্নার দাবি, ২০১৪ সালে ১৫ লাখ টাকার দেনমোহরে সালাহ উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

উল্লেখ্য,সালাহ উদ্দিনকে প্রত্যাহারের পর তার স্থলে জেলার বিশেষ শাখার পরিদর্শক বিল্লাল হোসেনকে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড