• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফতুল্লায় চার ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

  সোনারগাঁও প্রতিনিধি, নারায়ণঞ্জ

০৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ভেকু দিয়ে ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণের অভিযোগে চারটি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই সব ইটভাটার সকল ইট বিনষ্ট করার পাশাপাশি ইটভাটা ভেঙে দিয়ে ১৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত দাপা ইদ্রাকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো হলো- শাহাবুদ্দিন ব্রিকস ১, মিসেস সাউথ আরমান ব্রিকস, এম এস বি ব্রিকস ও পপুলার ব্রিকস।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক সাঈদ আনোয়ার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আক্তার।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক সাঈদ আনোয়ার জানান, পরিবেশের ছাড়পত্র না থাকা, পরিবেশ দূষণ করার পাশাপাশি আদালতের আদেশ অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে এবং ইটভাটা বিনষ্ট করা হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ইটগুলো নষ্ট করে দেন এবং ভেকু দিয়ে ইটভাটা গুড়িয়ে দেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড