• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাজারে উঠেছে নতুন পেঁয়াজ, দাম এখনো চড়া

  দিনাজপুর প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৪২
পেঁয়াজ
বাজারে নতুন পেঁয়াজ উঠলেও পুরনো পেঁয়াজের চাহিদাই বেশি রয়েছে (ছবি : দৈনিক অধিকার)

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার খুচরা হাট-বাজারগুলোতে উঠতে শুরু করেছে উৎপাদনকৃত নতুন পেঁয়াজ। তবে এসব বাজারে নতুন পেঁয়াজ উঠলেও নিত্যপণ্যটির দামে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। ফলে খুচরা এসব বাজারে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ।

সরেজমিনে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বীরগঞ্জ পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা যায়, বাজারগুলোতে বর্তমানে প্রতি কেজি পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ২শ থেকে ২১০ টাকা দরে। এছাড়া বাজারে আসা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে গড়ে ১৪০ থেকে ১৬০ টাকা পর্যন্ত। তবুও নতুন পেঁয়াজের তুলনায় পুরনো পেঁয়াজের চাহিদাই বেশি।

বাজারে পেঁয়াজ নিতে আসা সাধারণরা ক্রেতারা জানান, নতুন পেঁয়াজ এখনো অপরিপক্ব। খেতে একদম ভালো লাগে না। ফলে, বেশি দাম হলেও পুরনো পেঁয়াজই কিনতে হচ্ছে আমাদের। এ সময় তারা অভিযোগ করেন, সরকার বরাবরই বলছে, পেঁয়াজের দাম কমবে। কিন্তু বাস্তবে দাম না কামায় এভাবেই চড়া দামে পেঁয়াজ কিনতে হচ্ছে আমাদের। আগে যেখানে এক কেজি পেঁয়াজ কিনতাম, দাম বেশি হওয়ায় বাধ্য হয়ে এখন আধা কেজি কিনছি।

এ দিকে, বলাকা মোড় এলাকার কাঁচামালের ব্যবসায়ী কান্ত ঘোষ জানান, বাজারে নতুন পেঁয়াজ উঠলেও এর বিক্রি নেই। এছাড়া খুব অল্প পরিমাণে বাজারে উঠছে এসব পেঁয়াজ। তিনি বলেন, নতুন পেঁয়াজ এক মণ কিনলে তা বিক্রি হতে প্রায় সারা দিন লাগছে। তবে পুরনো পেঁয়াজের চাহিদা অনেক বেশি। কিন্তু বাজারে এই পেঁয়াজের সরবরাহ অনেক কম।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড