ধামরাই প্রতিনিধি, ঢাকা
বিয়ের প্রলোভন দেখিয়ে সাভারের আশুলিয়ায় এক গার্মেন্ট শ্রমিককে ধর্ষণের অভিযোগে মো. জুয়েল রানা (২৫) নামে সদ্য বিয়ে করা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত জুয়েল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কান্দির গ্রামের মো. জুলফিকারের ছেলে।
সোমবার (২ ডিসেম্বর) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে ধর্ষণের ঘটনায় একই দিন ভুক্তভোগী ওই নারী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার ওই গার্মেন্ট শ্রমিকের সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক করে আসছিল অভিযুক্ত জুয়েল রানা। এ সম্পর্কের জেরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে সে। এ দিকে, ওই নারীকে বিয়ের আশ্বাস দিলেও গত শুক্রবার জুয়েল তাকে না জানিয়ে গোপনে অন্য এক মেয়েকে বিয়ে করে।
পরবর্তীকালে এ ঘটনা জানতে পেরে সোমবার ওই নারী বাদী হয়ে অভিযুক্ত জুয়েল রানাকে আসামি করে একটি ধর্ষণের মামলা দায়ের করে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু দৈনিক অধিকারকে জানান, গার্মেন্ট শ্রমিককে ধর্ষণের ঘটনায় ইতোমধ্যেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
ওডি/আইএইচএন
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড