• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তৃণমূল আ. লীগে নবীন ও প্রবীণ সমন্বয়ে কমিটি হবে : গণপূর্তমন্ত্রী

  ইমন চৌধুরী, পিরোজপুর

০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:১২
গণপূর্তমন্ত্রী
গণপূর্তমন্ত্রী (ছবি : সংগৃহীত)

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নবীন ও প্রবীণদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় পিরোজপুরের নাজিরপুরে স্থানীয় আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমরা কাউকেই তাড়িয়ে দেব না। কারণ আজকে ক্ষমতায় আছি কাল নাও থাকতে পারি। তাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলকে সবসময় শক্তিশালী রাখার জন্য দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে সবাইকে।

আওয়ামী লীগের কর্মীরাই নেতৃত্ব দিতে পারে উল্লেখ করে শ. ম. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের প্রতিটি কর্মীই একজন নেতার দায়িত্ব পালনের যোগ্যতা রাখে। আপনারা দেখতে পারবেন অনেক দলের নেতা আছে কিন্তু তাদের আওয়ামী লীগের একজন কর্মীর মতো কোনো যোগ্যতা নাই।’

মন্ত্রী আরও বলেন, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা কাদা ছোড়াছুড়ি, হানাহানি, কারও সমালোচনা করা থেকে বিরত থাকুন।

এ সময় নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওডি/এমআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড