• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাটির নিচে পাওয়া গেল ৬০ বছরের অক্ষত মরদেহ

  নিজস্ব সংবাদদাতা

০৩ ডিসেম্বর ২০১৯, ১১:২৬
মরদেহ
মাটির নিচে পাওয়া অক্ষত মরদেহটি (ছবি : সংগৃহীত)

পুরনো ঢিবির মাটি কাটতে গিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় ৬০ থেকে ৭০ বছর আগের একটি অক্ষত মরদেহের সন্ধান পাওয়া গেছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার অভিরামপুর গ্রামে কয়েকজন শ্রমিক মাটি কাটছিলেন। এ সময় মাটির ৩-৪ ফুট নিচে একটি মরদেহ অক্ষত অবস্থায় দেখতে পান তারা। এমনকি মরদেহের কাফনের কাপড়ও অক্ষত রয়েছে। তবে এই মরদেহটি কার সেটা কেউ নিশ্চিত করতে পারেনি বলে জানান এলাকাবাসী।

এ দিকে স্থানীয়রা ধারণা করছেন, মরদেহটি কোনো পরহেজগার ব্যক্তির হতে পারে। এ কারণে নষ্ট হয়নি।

এ বিষয়ে অভিরামপুর গ্রামের ৭৫ বছর বয়সী আব্দুল মালেক জানান, ওই স্থানে একটি উঁচু ঢিবি ছিল। ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩-৪ ফুট মাটি কাটার পরেই মরদেহটি দেখতে পান। মরদেহের মুখমণ্ডল এবং কাফনের কাপড় অক্ষত ছিল। ওই স্থানে কোনো দিন কবরস্থান ছিল বলে তার জানা নেই।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, ৬০ বছর আগের হতে পারে মরদেহটি। মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেনি এলাকাবাসীরা।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড