• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় সড়কে ঝরল বেতার শিল্পীর প্রাণ

  গাইবান্ধা প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ২২:০০
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ (ছবি: দৈনিক অধিকার)

গাইবান্ধার পলাশবাড়ীতে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় খাইরুল সরকার (৫৮) নামে বাংলাদেশ বেতারের এক শিল্পীর মৃত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাইরুল সরকার ওষুধ কিনে ঢাকা-রংপুর মহাসড়ক পার হবার সময় রংপুরগামী অজ্ঞাত একটি মালবোঝাই মিনি ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কাছে থাকা একটি হ্যান্ড ব্যাগসহ দুইটি ব্যাগ, পরিধেয় কিছু পোশাক, খাবার ওষুধ ও নগদ দুই হাজার ১৮৫ টাকা পাওয়া যায়।

তার ব্যাগে থাকা একটি ভিজিটিং কার্ডে লিখিত পরিচয় অনুযায়ী জানা যায় তার নাম খাইরুল ইসলাম, শিল্পী বাংলাদেশ বেতার, চেইন মাস্টার গাইবান্ধা জেলা মোটর ট্রাক শ্রমিক ইউনিয়ন ও পরিচালক ধাপেরহাট ঝংকার সাংস্কৃতিক নাট্য সংস্থা। তবে তার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।

এ দিকে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুল রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের ঠিকানা পেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড