• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৌলভীবাজার আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত

  মৌলভীবাজার প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ২১:৪১
আ. লীগ
আ. লীগের সম্মেলনে সংঘর্ষের পর এলোমেলোভাবে পড়ে আছে চেয়ার (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারে সংঘর্ষের ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে সম্মেলন শুরু হওয়ার পূর্বে পৌর জনমিলন কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জন্য ছাত্রলীগকে অভিযুক্ত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ।

পরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবার পর দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরগণ তাদের ভোটাধিকার প্রয়োগ বা সমঝোতা না হওয়ায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ ও আহমদ হোসেন কাউন্সিল স্থগিত ঘোষণা করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান নতুন কমিটির ঘোষণা না আসার পূর্ব পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড