• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় প্রাইভেট কারে ফেনসিডিল পাচার, আটক ১

  পাবনা প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০১৯, ২১:৩২
আটক
ফেনসিডিলসহ আটককৃত মাদক কারবারি বেল্লাল হোসেন (ছবি : দৈনিক অধিকার)

প্রাইভেট কারে ফেনসিডিল পাচারের সময় পাবনার সদর উপজেলায় বেল্লাল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ১৫২ বোতল ফেনসিডিলসহ ওই প্রাইভেট কারটিও পুলিশি হেফাজতে নেওয়া হয়।

আটককৃত বেল্লাল হোসেন সদর উপজেলার চরকোশাখালী লঞ্চঘাট এলাকার ইসলাম হোসেনের ছেলে।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে পৌর শহরের মুজাহিদ ক্লাবের মোড় এলাকা থেকে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়।

আটকের সত্যতা স্বীকার করে পাবনা সদর থানার ওসি মো. নাছির আহমেদ দৈনিক অধিকারকে জানান, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৌর শহরের মুজাহিদ ক্লাবের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশি এই অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম।

ওসি মো. নাছির আহমেদ বলেন, বেশ কিছুদিন ধরে বেল্লাল তার প্রাইভেট কারযোগে মাদকদ্রব্য ও ফেনসিডিল আনা-নেওয়াসহ সেগুলো বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে। এ ঘটনায় তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড